Top News

সচেতনতার অভাবে উদ্যোক্তাদের কাছ থেকে রাজস্ব হারাচ্ছে সরকার: সৌরভ

 

সচেতনতার অভাবে উদ্যোক্তাদের কাছ থেকে রাজস্ব হারাচ্ছে সরকার

বিজনেসকে সিকিউরড রাখতে সরকারকে সময়মত ট্যাক্স প্রদান করা উচিত প্রতিটা সচেতন নাগরিককে।। নভেম্বর মাস ট্যাক্স রিটার্ণ জমা দেওয়ার মাস।

সেই বিষয়কে সামনে রেখে অনলাইন উদ্যোক্তাদের মধ্যে ট্যাক্স বিষয়ক সচেতনতা প্রদান করতে, ট্যাক্স প্রদানের ব্যাপারে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আজ অনলাইন বিজনেস অটোমেশন প্রতিষ্ঠান Storex এর পক্ষ হতে  আয়োজন করা হয়, ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট বিষয়ক ওয়ার্কশপ।

অনুষ্ঠানে ট্যাক্স কাদের জন্য পেমেন্ট করতে হবে, কিভাবে ট্যাক্স সাবমিট করতে হবে, ইত্যাদি ট্যাক্স রিটার্ণ জমা দেওয়ার বিষয়ে খুটিনাটি সকল বিষয়গুলো খুব সহজে বুঝিয়ে দেন, হাসান ল’ ফার্মের প্রধান অ্যাডভোকেট মো: নাজমুল হাসান রাজু। 

অনুষ্ঠানের আয়োজক স্টোরেক্স এর কো ফাউন্ডার রাশিদ আবিদ সৌরভ এ প্রতিবেদকে বলেন, অনলাইন উদ্যোক্তাদের এখনও ট্রাড লাইসেন্স কিংবা ট্যাক্স রিটার্ণ জমা দেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি হয়নি। তাই এ খাতে সরকার অনেক রাজস্ব হারাচ্ছে, ট্যাক্স জমা দেওয়ার ব্যাপারে একটা অহেতুক ভয় ও রয়েছে উদ্যোক্তাদের ভিতর। তাই স্টোরেক্স থেকে উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে আজকের এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত একজন উদ্যোক্তা জানান, ট্যাক্স জমা দেওয়ার বিষয়টি নিয়ে আমার খুব কম ধারণা ছিলো।  এই অনুষ্ঠানটির পর এই বিষয়ে যথেষ্ট তথ্য জানতে পেরেছি। 

অনুষ্ঠানের শেষে স্টোরেক্স এর কো-ফাউন্ডার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন স্টোরেক্স থেকে সদ্য তৈরি ফ্রড ডিটেক্টর এর ব্যবহার সম্পর্কে সকলকে পরিচয় করে দেন। অনলাইন উদ্যোক্তাদের সবচাইতে ভোগান্তির কারন ফ্রড কাস্টমার থেকে মুক্তি পেতে নতুন তৈরি এই সার্ভিসটি অত্যন্ত সহায়ক ভুমিকা রাখবে বলে উপস্থিত উদ্যোক্তারা মতামত দেন।

৩০ নভেম্বরের আগেই সরকারের রাজস্ব খাতে ট্যাক্স রিটার্ণ জমা দেওয়ার অঙ্গীকার করার মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url