Top News

দিনাজপুরে বাধা ও বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল ও মোমবাতি প্রজ্বলন

 

দিনাজপুরে বাধা ও বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল ও মোমবাতি প্রজ্বলন

পুলিশি বাধা ও বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি অংশ নেয় শিক্ষক ও অভিভাবকরাও। সারাদিন থমথমে অবস্থা বিরাজ করলেও সন্ধ্যা থেকে রাত অবধি মিছিলটি প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক। বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় প্রায় গোটা শহর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুক্রবার গণমিছিল কর্মসূচি থাকলেও দিনাজপুরে সারাদিন দেখা যায়নি কোনো মিছিল। শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দিনভর এই অবস্থা চলার পর সন্ধ্যা পৌনে ৭টায় শহরের বালুবাড়ীস্থ শহিদ মিনার মোড়ে দিনাজপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হতে শুরু করে শিক্ষার্থী। সঙ্গে ছিলেন শিক্ষক ও অভিভাবকরাও।

বৃষ্টি উপেক্ষা করে সেখানে ঢল নামে হাজারো শিক্ষার্থীর। সেখানে পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুলিশ আর তেমন বাধা দেয়নি। কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে শিক্ষার্থীরা শহিদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ মিছিল বের করে। হাজারো শিক্ষার্থীর শান্তিপূর্ণ মিছিলটি বিভিন্ন শ্লোগান দিয়ে এগুতে থাকে দিনাজপুর বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে।

সন্ধ্যা সোয়া ৭টায় মিছিলটি গিয়ে সমবেত হয় বড়ময়দানস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে। শহিদ মিনারের পাদদেশে তারা আবার মোমবাতি প্রজ্বলন করে কোটা আন্দোলনে নিহত শহিদদের স্মরণে। মোমবাতি প্রজ্বলনের পর তারা সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এরপর মিছিলটি আবারও শহিদ মিনার থেকে বের হয়ে দিনাজপুর শহর প্রদক্ষিণ করে। রাত ৮টা পর্যন্ত মুষলধারে বৃষ্টির মধ্যেও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল মিছিলটি। এ সময় শহর জুড়ে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, মিছিল থেকে কাউকে আটক করা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url