গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে যুব দলের বিক্ষোভ মিছিল
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল। গতকাল বুধবার বিকেল ৫টায় আওয়ামীলীগ এর গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ী যুবদলের বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ মিছিলটি ফুলবাড়ী পার্বতীপুর রোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ফুলবাড়ী পার্বতীপুর রোড গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক সাবেক ছাত্র নেতা মোঃ আব্দুর রহমান এবং তিনি বলেন, সারা দেশে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ যে গণহত্যা চালিয়েছে এবং সাধারণ মানুষ ও স্কুল, কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করেছে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অনেক মায়ের বুক খালি করা হয়েছে। এখন অনেকে নিখোঁজ রয়েছে। যাদের এখনও কোন খোঁজ মেলেনি।
এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুজে বের করে আইনের আওতায় নিতে হবে। তারা যেন কোন ভাবে ছাড় না পায়। বিডিআর বিদ্রোহে ৫৭ জন অফিসার ও শপালা চত্তরে হেফাজতে ইসলামি শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তাদের পরিবারেরা বিচার চায়। কারা এর সাথে জড়িত তাদের বিচার করতে হবে। তিনি আরও বলেন, সময় এসেছে জবাব দেওয়ার জন্য। তবে সকল নেতা কর্মীকে অনুরোধ করব দলের ভিতরে থেকে সাধারণ মানুষের কোন ক্ষতি যাতে না হয় সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে। কেউ কোন অপরাধ এর সাথে জড়িত থাকলে কাওকে ছাড় দেওয়া হবে না। সে যেই দলের এর হোক।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা যুব দলের আহব্বায়ক শিবলী সাদিক, সাজেদুর রহমান সাজু, মারুফ হোসেন, সাবেক ছাত্র নেতা বেলা উদ্দীন ডেবিট, ৭নং শিবনগর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মাসুদ আলী। বিক্ষোভ মিছিলে ফুলবাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন।