চালকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ফ্যানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারেজুল ইসলাম (৫৫) নামে একজন প্রাণ হারিয়েছেন।
রোববার (১৪ জুলাই) সকাল ১০ টায় বিরামপুর উপজেলার রানীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারেজুল রানীনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সারেজুল তার চালকলে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিতে গিয়ে অসাধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারের আবেদনের প্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা দায়ের পূর্বক লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।