মসজিদ পরিষ্কার- পরিচ্ছন্নতায় ক্লিন মসজিদ টিম
জেলা প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী একদল যুবক ক্লিন মসজিদ ফুলবাড়ীর টিম নামের একটি টিম গঠন করে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে।
ক্লিন মসজিদ টিম ১২ জুলাই (শুক্রবার) দিনাজপুরের ফুলবাড়ী বাজার মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের ৪নং অভিযান বাইতুল আমান (ফুলবাড়ী বাজার) জামে মসজিদ।
টিমের নেতৃত্ব দিচ্ছেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ ও ফুলবাড়ী ব্লাড ব্যাংকের সভাপতি সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ।
ক্লিন মসজিদ টিম সঙ্গে ছিলেন যুবক সামিউল ইসলাম,সাদিকুল ইসলাম সাদিক, অপু আহমেদ সনি, সজ্জাদ হোসেন সহ স্থানীয় আরো অনেক যুবক।
যুবকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মানিক মন্ডল, সহ-সভাপতি আরাফাত হোসেন, মোহনা গার্মেন্টসের স্বত্বাধিকারী বদরুজ্জামান বাদল, স্বপ্নসিঁড়ি ফ্যাশন এর স্বত্বাধিকারী সোহেল রানা।
এ বিষয়ে সাংবাদিক আল আমিন বিন আমজাদ জানান, যুবকদের নিয়ে ক্লিন মসজিদ ফুলবাড়ী টিম গঠন করা হয়েছে।আগামীতেও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে ক্লিন মসজিদ ফুলবাড়ী টিমকে কিছু সামগ্রী ক্রয় করে দেন মোহনা গার্মেন্টসের স্বত্বাধিকারী বদরুজ্জামান বাদল।